কলকাতা: বৃহস্পতিবার থেকে ভারতের বাজারে আর পাওয়া যাবে না চার আনা বা ২৫ পয়সার মুদ্রা। বুধবারই বাজারে ছিল তার শেষ দিন।
অথচ বুধবার অনেকই তা জানতেন, আবার অনেকই তা জানতেন না। ফলে তা নিয়ে সারাদিন চলল সমস্যা। বাজারের কোথাও কোথাও কেনাবেচার সময় ২৫ পয়সা দেওয়া ও নেওয়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়লেন ক্রেতা-বিক্রেতারা।
উল্লেখ্য, ভারতের স্বাধীনতার আগে ২৫ পয়সার মুদ্রায় থাকতো ব্রিটিশ সরকারের সিলমোহর। ১৯৫৭ সালে পুরোপুরি ভারতীয় হয়ে যায় চার আনা। তখন থেকেই তার গায়ে থাকত ভারতের অশোক স্তম্ভের সিলমোহর। বাজার দরের দিক থেকেও প্রথম সারিতে ছিল ২৫ পয়সা।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১১