ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোবাইল অ্যাপে নির্বাচন পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মার্চ ৯, ২০১৬
মোবাইল অ্যাপে নির্বাচন পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গে

কলকাতা: মোবাইল  অ্যাপের মাধ্যমে এবার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হয়ে উঠতে চলেছেন নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচনকে আরও বেশি পরিচ্ছন্ন করার ক্ষেত্রে এই অ্যাপ সাধারণ মানুষের হাতে তুলে দিতে চলেছে নির্বাচন কমিশন।



‘সমাধান’ নামের এই অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিজের পরিচয় গোপন রেখে গোটা রাজ্যের যে কোন জায়গার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের ছবি বা ভিডিও তুলে সরাসরি পাঠিয়ে দিতে পারেন নির্বাচন কমিশনের দপ্তরে।

পশ্চিমবঙ্গের আগে এই অ্যাপ বিহারে ব্যবহার করেছিল নির্বাচন কমিশন। তার মাধ্যমে বেশ কিছু অভিযোগ জমা পরেছিল । পশ্চিমবঙ্গেও এই অ্যাপ আরও জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

শুধু সাধারণ জনগণের জন্যই নয়, রাজনৈতিক দলগুলির জন্য ‘সুবিধা’ সফটওয়ার চালু করতে চলেছে কমিশন। এর মাধ্যমে সহজেই নির্বাচন কমিশনের কাছ থেকে সভা সমিতির অনুমতি পাওয়া যাবে। এই নতুন পদ্ধতিগুলি নির্বাচন প্রক্রিয়ার পক্ষে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।