ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবনে বিজিবি-বিএসএফ’র যৌথ মহড়া শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সুন্দরবনে বিজিবি-বিএসএফ’র যৌথ মহড়া শুরু

কলকাতা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সুন্দরবনের ভারতীয় অংশে তিন দিনব্যাপী যৌথ মহড়া শনিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। যা চলবে সোমবার পর্যন্ত।



দুই সীমান্তরক্ষী বাহিনীর এ যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘সুন্দরবন মৈত্রী’।

২০১৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে এ যৌথ মহড়ার সিদ্ধান্ত হয়।

দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই বাহিনীর মধ্যে এ ধরনের মহড়া এটাই প্রথম। উভয় বাহিনীর স্থল এলাকায় দায়িত্বরত সদস্যদের সঙ্গে নদী সুরক্ষার দায়িত্বে থাকা সদস্যরা মহড়ায় অংশ নেবেন।

মহড়াটি দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সীমান্ত পরিচালনার ক্ষেত্রে আরও বেশি কার্যকারী হবে বলেও জানায় বিএসএফ।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ভিএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।