ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের ভোটারদের সরাসরি কথা বলার সুযোগ নির্বাচন কমিশনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
পশ্চিমবঙ্গের ভোটারদের সরাসরি কথা বলার সুযোগ নির্বাচন কমিশনে

কলকাতা: নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হলে বা ভোটের আগে-পরে ভোট সংক্রান্ত কোনো অসুবিধা হলে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিনামূল্যের টেলিফোন পরিষেবা চালু করা হয়েছে।

১৯৫০ নম্বরে পশ্চিমবঙ্গের যেকোনো ফোন থেকে ডায়‍াল করলেই সরাসরি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারবেন ভোটাররা।

অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করবে কমিশন। এ সেবার ফলে অনেক ক্ষেত্রে ভোটারদের সমস্যার সুরাহা হবে বলেই ধারণা করেছন ভোটাররা।

অন্যদিকে ভোটারের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য ২০১৬ সালে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। সে সমস্ত ব্যবস্থা মধ্যে এটি অন্যতম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।