ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা রেলস্টেশনে কারশেড ভেঙে ৩ শ্রমিক আহত ‍

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আগরতলা রেলস্টেশনে কারশেড ভেঙে ৩ শ্রমিক আহত ‍ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা রেলস্টেশনে কারশেড নির্মাণের সময় একটি অংশ ভেঙে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) দুপুরে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনায় শ্রমিকরা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথা ফেটেছে বলেও জানান অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা রেলওয়ে থানার পুলিশ।

এদিকে এ ঘটনায় ব্রডগেজ ট্রেনের পরিকাঠামো নির্মাণের গুণগত মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে নির্মাণ কাজের গুণগত মান সুষ্ঠুভাবে তদন্ত করে দেখার দাবি উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।