কলকাতা: রাজ্যের বিরোধী জোট বামফ্রন্টের পর এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া সমলোচনা করল মাওবাদীরা।
এই নিয়ে মাওবাদী নেতা বিক্রমের সাক্ষর করা একটি চিঠি কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।
এই বিবৃতি মাওবাদীরা বলেছে, নির্বাচনের আগে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সআজানোরযে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তা একদম পালন করচ্ছে না।
একই সঙ্গে পুলিশ ও নিরাপত্তা খাতে খরচ কমিয়ে সেই টাকা স্বাস্থ্যখাতে ব্যয় করতে দাবি জানানো হয়েছে বিক্রমের বিবৃতিতে।
বিক্রম অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কাছে জনগনের যা প্রত্যাশা তাও পুরণ হয়নি।
এই বিবৃতিতে আরও একবার বলা হয়েছে, জঙ্গলমহলে যৌথবাাহনী প্রত্যাহার এবং জেলে থাকা সব মাওবদী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিরও দাবি করেছে মাওবাদীরা।
বাংলাদেশ সময়:০১১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১