ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ভোটে তারকা সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ভোটে তারকা সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার ঠিক পাশের জেলা হাওড়াতে প্রতিদিনই কোন না কোন তারকার মুখোমুখি হচ্ছেন মানুষ। কারণ হাওড়া জেলায় বিভিন্ন রাজনৈতিক দল একাধিক তারকা প্রার্থীকে নির্বাচনের ময়দানে প্রার্থী করেছেন।

 

কে নেই সেই  তালিকায়? একদিকে যেমন আছেন ক্রিকেটার, অন্যদিকে চলচ্চিত্রের নায়িকা। আছেন বাঙলা সিরিয়ালের পরিচিত মুখও। হাওড়া জেলার নির্বাচনী প্রচার দেখতে গিয়ে সেখানকার সাধারণ মানুষ জানালেন তারকাদের পেয়ে তারা খুশি।

উত্তর-হাওড়া বিধানসভা এলাকার বাসিন্দা নবকুমার রায়চৌধুরী জানালেন, তারকারা বাড়ির দরজায় আসছে, ভোট চাইছেন, এর ফলে যেন নিজেদেরই তারকা বলে মনে হচ্ছে। হাওড়া জেলার উত্তর-হাওড়া এলাকায় বিজেপি‘র প্রার্থী হয়েছেন রুপা গাঙ্গুলি।

প্রচারে বেড়িয়ে এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মহিলাদের সঙ্গে সময় কাটিয়েছেন রুপা গাঙ্গুলি। প্রচার করতে করতে কারও ঘরে মাটির ভাঁড় তৈরি করা হচ্ছে দেখে সটান সেখানে ঢুকে পড়ে নিজের হাতে ভাঁড় তৈরির নিয়ম শিখেছেন। কথা বলেছেন তাদের সমস্যা নিয়ে।

হাওড়া জেলার বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা কৌশিক চক্রবর্তী। কৌশিক চক্রবর্তী বাঙলা সিরিয়ালের জগতে পরিচিত মুখ। প্রচারে নজর টানতে মোটরবাইক চালিয়ে এলাকায় ঘুরেছেন। লোকাল বাসে উঠে পড়ে বাসযাত্রীদের কথা শুনেছেন। পর্দার তারকাকে দেখে খুশি এলাকার মানুষ। আর দলের কর্মীরা বলছেন তারকার ইমেজ ছিনিয়ে আনবে জয়।

পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। হাওড়া-উত্তরে তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। এক সময়ে পশ্চিমবঙ্গ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিয়মিত খেলেছেন। তাকে দেখতে ভিড়ের পরিমাণ কোন অংশে তারকাদের থেকে কম নয়। ভোট প্রচারের মাঠে রীতিমত ছক্কা হাঁকাচ্ছেন এই ক্রিকেটার। তবে পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও। এলাকার বরিষ্ঠ রাজনৈতিক নেতারাও প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। তবে ভোটের বাক্সে তারকা বা নেতাদের প্রভাব কেমন পড়ে তার উত্তর দেবে নির্বাচনের ফলাফল। সেদিকেই তাকিয়ে আছে হাওড়া জেলার মানুষরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।