ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ভেঙে পড়লো উড়াল সেতু, মৃত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কলকাতায় ভেঙে পড়লো উড়াল সেতু, মৃত ১০

কলকাতা: সমসাময়িক ইতিহাসে কলকাতার সব থেকে বড় দুর্ঘটনা। কলকাতার চিৎপুর এলাকায় নির্মীয়মাণ ‘বিবেকানন্দ উড়াল সেতু’ ভেঙে পড়ল।



ভারতীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎ করেই উড়াল সেতু ভেঙে পড়ে। কলকাতার চিৎপুর এবং গণেশ চন্দ্র এভিন্যুয়ের সংযোগস্থলে ‘গণেশ টকিজ’-এর ঠিক সামনে এই সেতু ভেঙে পড়ে।

স্থানীয়দের বক্তব্য বুধবার (৩০ মার্চ) রাতে সেতুর বড় অংশে ঢালাই হয়। সকালে সেই অংশই ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভেঙে পড়ার সময় সেতুর নিচে অনেকগুলো গাড়ি রাখা ছিলো। এই গাড়িগুলো সেতুর নীচে চাপা পড়েছে। ব্যবসায়িক এলাকা হওয়ায় প্রচুর লোক সেখানে ছিলেন। ঘটনাস্থলে এখনও ১০০-১৫০ মানুষ আটকে আছে বলে জানা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে ‘বিপদ মোকাবিলা বাহিনী’ এবং দমকল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ভি.এস/আরআই

** কলকাতায় ভেঙে পড়া উড়ালসেতুর নিচে যাত্রীবাহী বাস
** কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, হতাহতের সম্ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।