কলকাতা: ভারতের জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির পরে কলকাতা মহানগরীতে ট্যাক্সির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ১৪ জুলাই সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল ট্যাক্সি মালিকদের যৌথ কমিটি।
বুধবার ট্যাক্সি ইউনিয়নের নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশানের সম্পাদক বিমল গুহ।
তিনি বলেন, ‘পেট্রোল ও ডিজেলের মুল্যবৃদ্ধি ঘটলেও সরকার ট্যাক্সির ভাড়া না বাড়ানোর জন্য এই ধর্মঘট বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান ভাড়ায় সড়কে ট্যাক্সি চালানো সম্ভব নয়। ’
তাই ভাড়া বাড়ানোর জন্য এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়ে আবেদন জানানো হয়। সরকারের তরফ থেকে সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে তারা এই হরতালের পথে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
ট্যাক্সি খাড়া ন্যূনতম ৩০ রুপি করার দাবি জানানো হলেও সংগঠনগুলি চায় রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক।
পাশাপাশি এদিন তারা এও বলেছেন, অবিলম্বে তাদের দাবি না মানা হলে তারা লাগাতার হরতালের পথে যেতে বাধ্য হবেন।
এদিকে, এই হরতালে ৩টি সংগঠন সামিল হলেও প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন অ্যাসোসিয়েশান এই হরতালে যোগ দিচ্ছে না বলে জানা গেছে।
ভারতীয় সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১