ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

‘হলদিয়া পেট্রেকেমিক্যালে বিনিয়োগ হবে ৪ হাজার কোটি রুপি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রো কেমিক্যাল প্রকল্পে ৪ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি। এদিন তিনি মহাকরণে একথা জানান।



হলদিয়া পেট্রো কেমিক্যালস প্রকল্পের অন্যতম কর্ণধার পূর্ণেন্দু চ্যাটার্জি বুধবার মহাকরণে এ নিয়ে রাজ্যের শিল্প ও পরিষদীয়মন্ত্রী পার্থ চ্যাটার্জি সঙ্গে বৈঠক করেন।  

বৈঠক শেষ পূর্ণেন্দু চ্যাটার্জি মহাকরণে উপস্থিত সাংবাদিকদের বলেন,‘ হলদিয়াতে আমরা ৮টি ভ্যালু অ্যাডেড প্রকল্প করছি। এর মধ্যে ৩টি পলি পার্ক গড়ে তোলা হবে। এই ৩টি পলি পার্কে ১০থেকে ১৫ হাজার কর্মসংস্থান হবে। এর জন্য ৪ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে। ’

ভারতীয় সময়: ১৯৫৫ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।