ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

গরমে বিদ্যালয়ে ছুটির নির্দেশ পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
গরমে বিদ্যালয়ে ছুটির নির্দেশ পশ্চিমবঙ্গে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: তীব্র গরমের কারণে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয় সোমবার (১১ এপ্রিল)  থেকে বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে প্রচণ্ড তাপ প্রবাহের সৃষ্টি হয়েছে।

সমস্ত জেলায় এর মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে চলেছে।

প্রবল তাপপ্রবাহ চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি জেলাগুলোতে। বিভিন্ন জেলা থেকে মানুষের গরমে অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। গরমের তীব্র প্রভাব পড়েছে কলকাতাতেও।

শুধু সমতলের জেলা নয়, দার্জিলিং জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে চলছে বলে খবর পাওয়া গেছে। এই প্রবল গরমে বিদ্যালয় পরিচালনা করা কার্যত অসম্ভব বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকার। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার।

বেসরকারি বিদ্যালয়গুলোকেও সরকারের তরফে এই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা  হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা,০৯ এপ্রিল, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।