ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের কৃষকদের সঙ্গে কথা বললেন বিদেশি প্রতিনিধিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

কলকাতা: দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠন ‘ফুড সভেরনিটি নেটওর্য়াক অব সাউথ ইস্ট এশিয়া’র ১৪ জন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গুরে টাটা প্রকল্পের অনিচ্ছুক কৃষকদের সঙ্গে কথা বললেন।

নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের এই প্রতিনিধিরা বুধবার প্রথমে সিঙ্গুরের ব্লক কার্যালয়ে গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জমি ফেরতের পদ্ধতিগত বিষয় নিয়ে কথা বলেন।

এরপর তারা অনিচ্ছুক কৃষকদের সঙ্গে দেখা করেন, তাদের সমস্যার কথা শোনেন। আবেদন পত্রগুলি পড়েন।

সংগটনটির কোঅর্ডিনেটার উজ্জ্বয়নী হালিম বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানায়। সিঙ্গুরে কৃষক আন্দোলনের কথা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে জানানো চেষ্টা করছি আমরা। যাতে অন্য দেশগুলিতেও কৃষকবিরোধী জমি অধিগ্রহণ আইনের পরিবর্তে কৃষকদের স্বার্থে আইন  তৈরি হয়। ’

এদিকে, বুধবার রাত পর্যন্ত সিঙ্গুর ব্লক কার্যালয়ে জমি ফেরতের ৮৯টি আবেদন জমা পড়েছে। এ পর্যন্ত মোট আবেদনপত্রের সংখ্যা দুই হাজার ৮৬টি বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে।

ভারতীয় সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।