ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

কলকাতা: কলকাতা শহরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল রেকর্ড করা ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের পর স্থান করে নিয়েছে সোমবার (১১ এপ্রিল) রেকর্ড করা ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

বিগত ছয় দশকেরও বেশি সময়ের এই রেকর্ড ভাঙা তাপমাত্রায় যেন উত্তপ্ত হয়ে উঠছিল পুরো কলকাতা। হাঁসফাঁস করছিলেন যেন নগরীর বাসিন্দারা।

এরমধ্যে আবার আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ক’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উপরি সামনের তিন দিনও তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় না থাকার কারণেই এই এপ্রিলে এমন কাঠফাটা তাপমাত্রা পড়ছে।
 
তবে আশার বাণী নিয়ে আসতে পারে নতুন বছর। আবহাওয়াবিদদের মতে, আগামী ১৫ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।