ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে সাংসদ তহবিলে অনুদান এখন ৫কোটি রুপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

নয়াদিল্লি: অবশেষে সাংসদ তহবিলে অনুদান বাড়ালো ভারত সরকার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।



এর আগেও প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে এই প্রস্তাব এলে তিনি অনুমোদন করতে আপত্তি জানিয়েছিলেন।

তবে এদিন তিনি আপত্তি করেন নি। যদিও ভারতের যোজনা কমিশনের পক্ষ থেকে এখনও এবিষয়ে আপত্তি  রয়েছে।

এই প্রস্তাবটি পাশ হওয়ার ফলে এখন থেকে সাংসদরা তাদের এলাকায় বছরে ৫কোটি রুপি করে উন্নয়নের কাজ করতে পারবেন। আগে এই টাকার পরিমাণ ছিল ২কোটি রুপি।

ভারতীয় সময়: ১৭০০ ঘন্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।