ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বামফ্রন্ট আমলে নেতাই গণহত্যার ক্ষতিপূরণ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১১

কলকাতা: বামফ্রন্ট আমলে জঙ্গলমহলের নেতাই গ্রামে গণহত্যা কান্ডের ক্ষতিপূরণ নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানি হয় বিচারক জয়নারায়ণ প্যাটেল ও অসীম রায়ের এজলাসে।

হাইকোটের বার অ্যাসোসিয়েশন ওই ঘটনায় নিহত ৯ জনের পরিবার পিছু ২৫ লাখ রুপি এবং আহতদের পরিবার পিছু ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।



রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র এদিন বলেন, নীতিগতভাবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, মন্ত্রীসভায় আলোচনা না করে এই ক্ষতিপূরণের পরিমান জানান যাবে না।

এরজন্য তিনি দু’সপ্তাহ সময় চান বিচারকের কাছে। সেইমত ২৯ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এদিন এই গণহত্যার তদনকারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা  সিবিআই আদালতে জানায়, এই গণহত্যার সঙ্গে সাবেক বামফ্রন্ট সরকারের মন্ত্রী সুশান্ত ঘোষ জড়িত নন।

উল্লেখ্য, হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন দাবি করে মৃতদের ক্ষতিপূরণের পরিমাণ যেন ৫ লাখ রুপির কম না হয়।

কারণ ২০০৯ সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে যারা মারা গিয়েছিলেন তাদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল তৎকালীন সরকার। এখন ২০১১ সাল কাজেই ক্ষতিপূরণের পরিমাণ আরও বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।