ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ের ত্রিপাক্ষিক চুক্তি ১৮ জুলাই

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
দার্জিলিং পাহাড়ের ত্রিপাক্ষিক চুক্তি ১৮ জুলাই

কলকাতা: অবশেষে বহু প্রতিক্ষিত দার্জিলিং পাহাড়ের স্বায়ত্তশাসন নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি ১৮ জুলাই শুকনাতে সই হবে। শুক্রবার দুপুরে মহাকরণে এ ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দিনে পাহাড়ে স্থায়ী শান্তির বাতাবরণ সৃষ্টি হতে চলেছে। কিছু সংগঠন পাহাড়ের শান্তি চায় না। তারা এই চুক্তির  বিরোধিতা করছে। তার চায় দার্জিলিং সমস্যার সমাধান যেন না হয়, উত্তরবঙ্গে যেন শান্তি না ফেরে, সেখানে যেন কোনও উন্নয়ন না হয় তার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। ’

তিনি বলেন, ‘এটা একটা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো। দার্জিলিং আরও ভালোভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হলো। পাহাড় পাহাড়ের মতো থাকবে, সমতল সমতলের মতো। ’

মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘১৮ জুলাই তিনি মিনি সেক্রেটারিয়েট উদ্বোধন করবেন পাহাড়ে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামটিকেও স্বীকৃতি দেওয়া হবে। তাদের বাড়তি ক্ষমতা দেওয়া হবে। ’

তিনি এও জানান, ‘পুরসভা ও পঞ্চায়েত থাকবে। এতে ৫০ জন সদস্য থাকবে। তার মধ্যে ৪৫ জন নির্বাচনের মাধ্যমে আসবে। আর ৫ জন মনোনীত হবেন। গোর্খাল্যান্ডের স্বশাসনকে স্বীকৃতি জানানো হবে। তরাই ও ডুয়ার্সকে এর আওতায় আনা হবে কি না তা নিয়ে ৯ সদস্যের কমিটি গঠিত হবে। তারাই সেটা ঠিক করবে আগামীদিনে। ’

এদিন উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। মোর্চা শীর্ষ নেতা বিমল গুরুং, রোশন গিরি ও রাজ্যের তরফে স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম চুক্তিতে সই করবেন। বিরোধী দলনেতা ডা. সূর্যকান্ত মিশ্রকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মমতা ব্যানার্জি।

ভারতীয় সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।