ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭৫.১১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ত্রিপুরায় উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭৫.১১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগসহ মাদ্রাসা ফাজিল আর্টস, মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

 

বৃহস্পতিবার (০৯ জুন) আগরতলার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সংবাদ সম্মেলন এ ফলাফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি মিহির দেব।

এ বছর উচ্চ মাধ্যমিকে ২১ হাজার ১শ’ ৪১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮শ’ ৭৮ জন। শতকরা পাসের হার ৭৫ দশমিক ১১ শতাংশ।

জেলাভিত্তিক পাসের হারে রাজ্যের ৮টি জেলার মধ্যে দক্ষিণ জেলায় পাসের হার সবচেয়ে বেশি, শতকরা ৭৭ দশমিক ৫০ শতাংশ। পাসের হার সবচেয়ে কম ধলাই জেলায়। এ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৫১ শতাংশ।

রাজ্যের মোট ২০টি স্কুলে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এবছর রাজ্যে মোট ৭ জন দৃষ্টিহীন পরীক্ষার্থী ছিলো, তাদের সবাই পাস করেছে।
 
এছাড়া মাদ্রাসা ফাজিল ও আর্টসের মোট ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জনই পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ। মাদ্রাসা ফাজিল থিয়োলজি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিলো মোট ১১ জন। তারা শতভাগ পাস করেছে।

প্রথমবারের মতো ডিভিশন পদ্ধতি বাতিল করে গ্রেডিং পদ্ধতি চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই নম্বরের ভিত্তিতে প্রথম ১০ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।