ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বিএসএফ ও বিজিবি’র সংবাদ সম্মেলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আগরতলায় বিএসএফ ও বিজিবি’র সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চারদিনব্যাপী যৌথ বৈঠক শেষ হয়েছে।

 

বুধবার (২৭ জুলাই) এই যৌথ বৈঠক শেষে বিএসএফ এবং বিজিবি’র পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বিজিবি’র পক্ষে দক্ষিণ-পূর্ব রিজিয়নের এডিজি রিজিয়ন কমান্ডেন্ট আব্দুল করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে বিদেশি জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের অনেকেই হয়তো বিদেশি চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে জঙ্গি কার্যকলাপ করছে। সরকার তাদের কঠোর হাতে দমন করছে।
 
সীমান্তে এই সকল জঙ্গিসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে ইন্দো-বাংলা সীমান্তে গত বছর ৩৫টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে। ইন্দো-বাংলা’র বিভিন্ন সীমান্তে আরো ৫০টি নতুন বিওপি স্থাপন করা হবে বলে আব্দুর করিম জানান ।
 
সংবাদ সম্মেলনে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ এর মেঘালয় ফ্রন্টিয়ার এর আইজিপি কে দুবে।

তিনি বলেন, এই বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

পরে বিজিবি সদস্যরা মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দক্ষিণ-পূর্ব রিজিয়নের এডিজি রিজিয়ন কমান্ডেন্ট আব্দুল করিম মুখ্যমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।