কলকাতা: কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় নয় জন কৃতী বাঙালিকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গবিভূষণ’ প্রদান করা হয়েছে ।
এদিন ৯ জনের মধ্যে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বিখ্যাত গায়ক মান্না দে।
উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই গুণী ব্যক্তিদের এই সম্মান পাওয়া অনেকদিন আগেই উচিত ছিল। দেরীতে হলেও সম্মাননা দিতে পেরে আমরা ধন্য। এবার থেকে প্রতিবছর এই সম্মাননা দেওয়া হবে। ’
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর মাত্র ৬৫ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের সব দিকে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসার। ’
তিনি আরও বলেন, ‘সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতকে পথ দেখালেও এতদিন এ ধরনের কোনো সম্মান দেওয়া হতো না এ রাজ্যে। এখন তা দিতে পেরে ভাল লাগছে। আশা করি, আরও বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের ও রাজ্যের বাইরের কৃতীদের এই সম্মান দেওয়া হবে। ’
অনুষ্ঠানে উপস্থিত সম্মাননা প্রাপ্তরা রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১