ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সফরে গেলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ত্রিপুরা সফরে গেলেন মমতা ফাইল ফটো

কলকাতা: নির্বাচনের পর জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য একাধিক রাজ্যে প্রচারের কাজে নজর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় অন্যতম উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা।

কথা অনুযায়ী নিজ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রচারণার কাজে সোমবার (০৮ আগস্ট) ত্রিপুরা গেলেন তিনি।

বিশেষ উড়োজাহাজে করে আগরতলার উদ্দেশে কলকাতা ছাড়েন মমতা। এর আগে সম্প্রতি আগরতলা সফর করেন দলের নেতা মুকুল রায়।

সূত্র বলছে, মমতার এ সফরে ত্রিপুরায় জাতীয় কংগ্রেস থেকে বড় একটি অংশ তৃণমূলে যোগ দিতে পারে। এ সময় তার এ উপস্থিতি রাজ্যে আরও বড় ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের আগাম ইঙ্গিত বলেই মত রাজনৈতিক মহলের।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।