কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর আরামদায়ক জুতো পরার ক্ষেত্রে এবার বাধা হয়ে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ পশুপ্রেমী মানেকা গান্ধী।
সম্প্রতি ভারত সরকার ঘোষণা করেছেন-সেনাবাহিনীর জওয়ানদের জন্য বর্তমান জুতোর বদলে উন্নতমানের আরামদায়ক ৮ লাখ জোড়া ¯িœকার জুতো দেওয়া হবে।
কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত করার পথে প্রথমেই বাধা হয়ে দাঁড়ালেন মানেকা গান্ধী।
এই প্রকল্পে ব্যয় হবে ১০০কোটি রুপি। অর্থ নয় মানেকা গান্ধীর আপত্তির কারণ অন্য।
ভারতের হিন্দুত্ববাদীদল বিজেপির কট্টর এই নেত্রী অভিযোগ করেছেন, ‘১.১ মিলিয়ন জওয়ানের জুতো তৈরি করার জন্য হাজার হাজার গরুকে হত্যা করতে হবে। কারণ এই জুতোগুলি গরুর চামড়া থেকে তৈরি করা হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। ’
মানেকা লিখিতভাবে এর প্রতিবাদ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিকে বলেছেন, ‘এই জুতো দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে। ’
যদিও মানেকা গান্ধীর এই বক্তব্যে অখুশি হয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১