ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বন্ধ হয়ে গেল সৌরভ গাঙ্গুলির রেস্টুরেন্ট

রক্তিম দাশ, সিনিয়র করেসমপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
কলকাতায় বন্ধ হয়ে গেল সৌরভ গাঙ্গুলির রেস্টুরেন্ট

কলকাতা: ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিচালিত কলকাতার পার্ক স্ট্রিটে রেস্টুরেন্ট-কাম-লাউঞ্জ বার ‘সৌরভস; দ্য ফুড প্যাভেলিয়ান’ বন্ধ হয়ে গেল সোমবার রাতে।

পাঁচটি ফ্লোর নিয়ে এই মাল্টি কুইজন রেস্টুরেন্টটি ২০০৪ সালে শুরু হয়েছিল।

শুরু হওয়ার পর থেকেই তেমন ভাল চলছিল না রেস্টুরেন্টটি। অবশেষে আর্থিক সমস্যার কারণে এটি বন্ধ করে দেওয়া হল।

যদিও আর্থিক সমস্যার কারণটি স্বীকার করতে চাননি সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলি। তিনি এর জন্য সময়াভাবকে দায়ী করছেন।

মঙ্গলবার কলকাতায় বাংলানিউজকে তিনি বলেন, ‘সৌরভ খুব ব্যস্ত, আমিও ব্যস্ত। আমরা রেস্টুরেন্ট চালানোর সময় পাচ্ছি না। ’

এদিন তিনি আরও জানিয়েছেন, সৌরভ’স এর সব কর্মচারী তাদের বকেয়া বেতন কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।