ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার ধলাইয়ে গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
ত্রিপুরার ধলাইয়ে গাঁজা উদ্ধার

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করছে আমবাসা থানা পুলিশ। রোববার (০২ অক্টোবর) রাতে স্থানীয় চান্দ্রাই পাড়া স্কুলের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।

আমবাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) দেবপ্রাসাদ চক্রবর্তী বাংলানিউজকে জানান, রাতে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলকারী সকল গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় এন এল-০১ এল-১২০১ নম্বরের একটি ট্রাককে তল্লাশির জন্য থামানো হয়। পরে ট্রাকের চালক ও সহচালকের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে গাঁজা ভর্তি প্রচুর সংখ্যক প্যাকেট জব্দ করা হয়।  

ট্রাকের চালক ও সহচালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।  

তিনি আরও জানান, জব্দকৃত গাঁজার পরিমাণ প্রায় ৩শ’ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ।  

এই পাচার বাণিজ্যের সঙ্গে আর কারা জড়িত আছেন তার তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এসএন/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।