কলকাতা: রবীন্দ্রপ্রয়াণ দিবসের প্রাক্কালে কলকাতায় কবিগুরুকে শ্রদ্ধা জানালেন ভারতের কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর ও তার পরিবারের সব সদস্য।
রোববার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘টেগোর ফর এভার’ অনুষ্ঠানে মুম্বাই থেকে এসে উপস্থিত হয়েছিলেন মঙ্গেশকর পরিবারের সবাই।
এ দিনের অনুষ্ঠানে ৮২ বছর প্রবীণ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর বলেন, ‘আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমি তার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। ’
এরপর তিনি ‘তোমার হল শুরু-আমার হল সারা’ গানটি গেয়ে শোনান।
আশা ভোঁসলে পরিবেশন করেন ‘বড় আশা করে এসেছি গো’ গানটি।
কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ভারতের জাতীয় সম্মাননাপ্রাপ্ত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ।
বাংলাদেশ সময়: ০২২৮ আগস্ট ৮, ২০১১