ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হুগলীতে ফিল্ম সিটি গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১
হুগলীতে ফিল্ম সিটি গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গের হুগলী জেলার উত্তর পাড়ায় কলকাতা পৌরসভার ৪০০ বিঘা জমিতে সরকারি উদ্যোগে এবার গড়ে উঠতে চলেছে ফিল্ম সিটি।

আগামী ১৩ আগস্ট এ ফিল্ম সিটির ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন মমতা ব্যানার্জি।



রোববার টলিউডের অভিনেতা দীপঙ্কর দে ও চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীকে নিয়ে এ অঞ্চলটি পরিদর্শন করেন মেয়র শোভন চ্যাটার্জি।

এদিন তিনি বলেন, ‘১৩ আগস্ট এ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে আসবেন মুখ্যমন্ত্রী। এখানে সমস্ত চলচিত্র জগৎ একই ছাতার নিচে কাজ করতে পারবে। আসাম, উড়িশ্যা এবং কলকাতার সবাই এখানে কাজ করতে পারবে। ’

তিনি জানান, রাজ্য সরকার ও কলকাতা পৌরসভার সহযোগিতায় এ ফিল্ম সিটি তৈরি হবে।

এদিকে, প্রস্তাবিত জমিতে ১৪ টি ইটভাটা রয়েছে বলে দাবি করেছেন কিশোর ব্রিক ফিল্ডের কর্ণধার বাবলু দাশগুপ্ত।

সোমবার  তিনি বলেন, ‘অন্তত ৫শ‘ শ্রমিক এখানে কাজ করেন। এই ভাটা তুলে দেওয়া হলে শ্রমিকদের পাশাপাশি আমাদের কী হবে?’

১৯২৬ সাল থেকে ভাটাগুলো চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন,‘১৯৯৮ সাল পর্যন্ত আমরা নিয়মিত পৌর কর দিয়ে এসেছি। তার রসিদও রয়েছে। হঠাৎ করে ৯৮সালের শেষদিকে কোনও রকম কারণ ছাড়াই আমাদের কর নেওয়া বন্ধ করে দেয় পৌরসভা। ’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এরই মধ্যে আরেকটি ফিল্ম সিটি গড়ার কাজ চলছে।

প্রয়াগ গ্রুপের পক্ষ থেকে প্রায় ১২০০ একর জমির ওপর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় ওই ফিল্ম সিটি নির্মাণের কাজ চলছে।

এটির নির্মাণের দায়িত্বে রয়েছেন বলিউডের বিশিষ্ট আর্ট ডিরেক্টর নীতিশ রায়। আগামী ১১ নভেম্বর এটি উদ্বোধন হবে। নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।