ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্য নিচ্ছে ভারতীয় রেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১
প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্য নিচ্ছে ভারতীয় রেল

কলকাতা: যাত্রীদের নিরপত্তা আরও সুনিশ্চিত করতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্য নিচ্ছে ভারতীয় রেল।

রেলমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ণ সংস্থা একটি বিশেষ ইঞ্জিন তৈরি করেছে যা যুদ্ধ বিমান চালাতে কাজে লাগে।

বিশেষ ইঞ্জিনটির নাম ‘কাবেরী’। এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে রেলমন্ত্রক।

বিষয়টি প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে গবেষণা সংস্থাটির কাছে জানতে চাওয়া হয়েছে কাবেরী ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো যায় কি না।

জানা গেছে, ভারতীয় রেল জ্বালানী সাশ্রয়কারী গ্যাস টার্বাইন ইঞ্জিন তৈরির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ওই বিশেষ ইঞ্জিন যদিও বিমান চালাতে পারে, তাহলে বিকল্প হিসাবে এটি জাহাজ বা ভারী যানবাহনেও ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।