ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাওবাদী-পুলিশ সংর্ঘষে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের শালবনির লক্ষ্মণপুরের জঙ্গলে টহল দিতে গিয়ে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীর নাম কুমুদ দাস।



বৃহস্পতিবার সকালে ওই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপন সংবাদে যৌথবাহিনী জানতে পারে মাওবাদীরা আবার সক্রিয় হচ্ছে। সে অনুযায়ী তারা লক্ষ্মণপুর জঙ্গলে টহল দিচ্ছিল। মাওবাদী ও যৌথবাহিনী মুখোমুখি হয়ে যাওয়ায় গুলির লড়াই শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত এলাকায় মাওবাদীরা বর্তমানে সুবিধাজনক অবস্থায় আছে। তবে প্রবল বৃষ্টিতে দু’পক্ষই অসুবিধায় পড়েছে। এ ঘটনার পর বিভিন্ন জায়গা থেকে যৌথবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

রাজনৈতিক মহলের ধারণা, দীর্ঘ সময় ধরে মাওবাদীরা প্রস্তুতি নিয়েছে। এখন মাও অধ্যুষিত লক্ষ্মণপুর ও বিভিন্ন এলাকা দখলের লড়াই চলেছে মাওবাদী ও তৃণমূল কর্মীদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।