কলকাতা: আবারও মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়ে শুক্রবার দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলেন।
এদিন তিনি বলেন, ‘মাওবাদীরা আত্মসমর্পণ করলে মাসে দুই হাজার রুপি করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সরকারের সীমিত ক্ষমতার মধ্যে এটা করার চেষ্টা করা হয়েছে। এছাড়া জঙ্গলমহলের আদিবাসী ১০ হাজার যুবক-যুবতীকে কাজ দেওয়া হবে। ’
মুখ্যমন্ত্রী এদিন আবেদন জানিয়ে বলেন, ‘মাওবাদীরা মূলস্রোতে ফিরে আসুক। বহুদিন আদিবাসীদের উন্নয়ন হয়নি। সেই কাজে সরকারের সঙ্গে মাওবাদীরা হাত লাগাক। বন্দুক ছেড়ে শান্তির পথে ফিরে আসুক। ’
সরকারের মাওবাদীদের জন্য প্যাকেজে অস্ত্র সমর্পণ করলে আরও প্রচুর টাকার পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। একে ফরটি সেভেন ফেরত দিলে এক লাখ রুপি, আরও উন্নত অস্ত্র জমা দিলে দুই লাখ রুপি দেওয়া হবে ও পিস্তল জমা দিলে ২৫ হাজার রুপি দেওয়া হবে। বিগত বাম সরকারের তুলনায় অস্ত্র সমর্পণের অর্থমূল্য অনেকটা বাড়িয়েছে নতুন রাজ্য সরকার।
ভারতীয় সময়; ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১