ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনে পরাস্ত হয়েছি বলে সব সহ্য করবো না: বুদ্ধদেব

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

কলকাতা: রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে বামফ্রন্টের ডাকা বিধানসভা অভিযানে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন নির্বাচনে পরাস্ত হয়েছি বলে মাথা নিচু করে সহ্য করবো না।



শুক্রবার বিকালে কলকাতার রানী রাসমনি রোডে আয়োজিত কর্মসূচিতে এ কথা বলেন।

তিনি বলেন, রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতে বামেরা কাজ করছে, তাদের কাজ করতে দিতে হবে। অন্যথায় আমাদের পথ আমাদের দেখতে হবে। প্রায় ১লাখ পার্টি অফিস দখল করে নিয়েছে তৃণমূল। মানুষের থেকে জোর করে টাকা তুলছে তৃণমূল। বর্গাদারদের উচ্ছেদ করা হচ্ছে। তৃণমূলে কর্মীরা বলছে, অনেক দিন তোমরা চাষ করেছ ,এবার আমরা চাষ করবো। ’

তিনি আরও বলেন, ‘সরকারের কি অন্য কাজ নেই। সাঁইবাড়ি ৪০ বছরের মামলা আবার তুলে আনা হয়েছে, মরিঝাপিতে কি হয়েছিল তার মামলা হবে, মহাকরণ দখল নিয়ে মামলা হবে, দশ বছর আগের কেস নিয়ে সুশান্ত বাবুকে ফাঁসানো হচ্ছে। এতো মিথ্যা মামলা করছে তৃণমূল। এটা প্রতিহিংসার রাজনীতি চলেছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। ’

বুদ্ধদেব ভট্টাচার্য এদিন অভিযোগের সুরে বলেন, ‘বামেদের ওপর আক্রমণ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে মাওবাদীরা আবার ঘাটি করেছে। এখন সরকার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান করবে, না সিপিএমের ওপরে অভিযান চালাবে? আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। লালঝা-াকে পরাস্ত করা যায় না। সামনে আমাদের আরও বড় লড়াই আছে। ’

এদিন বিমান বসুর নেতৃত্বে ১২ সদস্যের বামেদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যায়। রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাস বন্ধ করতে তারা একটি স্মারকলিপি রাজ্যপাল এম কে নারায়নকে জমা দেন। ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে ৩০জন সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন। তারপরে রানী রাসমনি রোডে বামফ্রন্টের এ সমাবেশে আসেন প্রতিনিধিরা। সেখানে রাজ্যের সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রাখেন তারা।

ভারতীয় সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।