ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে একাংশ বন্যা কবলিত বলে ঘোষণা রাজ্য সরকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
রাজ্যে একাংশ বন্যা কবলিত বলে ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: অবশেষে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের একাংশকে বন্যা কবলিত বলে ঘোষণা করল। শনিবার দুপুরে মহাকরণে রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই ঘোষণা দেন মুখ্যসচিব সমর ঘোষ।



বৈঠকের পর তিনি বলেন, ‘রাজ্যের একাংশকে বন্যা কবলিত বলে ঘোষণা করা হচ্ছে। কয়েকদিনের অবিরাম অতিবর্ষণে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ১৪টি জেলা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হাওড়া উদয়নারায়ণপুরের। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের নামানো হয়েছে। অন্যান্য স্থানের জন্য এদের প্রস্তুত রাখা হয়েছে। ’

মুখ্যসচিব আরও বলেন,‘ এখন পর্যন্ত রাজ্যে বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বিহার ও ঝাড়খন্ডের ভারী বৃষ্টির কারণে জলধারগুলি পানি বেশি করে ছাড়তে হচ্ছে। দুই রাজ্যের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।