ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে বাংলাদেশের তিন নাট্যদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
গঙ্গা-যমুনা নাট্যোৎসবে বাংলাদেশের তিন নাট্যদল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ৪ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। এতে বাংলাদেশের তিনটি নাট্যদল অংশ নিচ্ছে।

কলকাতা: আগামী ৪ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। এতে বাংলাদেশের তিনটি নাট্যদল অংশ নিচ্ছে।

অনীক নাট্যগোষ্ঠী আয়োজিত আন্তর্জাতিক এ নাট্যোৎসবে অংশগ্রহণ করতে যাওয়া নাট্যদলগুলো হলো- ‘শব্দ নাট্য চর্চা কেন্দ্র’, ‘জীবন সংকেত’ এবং ‘সময় নাট্য সংস্থা’।

কলকাতার ছয়টি মঞ্চে ২৭ দিন ধরে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নাট্যদলের সঙ্গে থাকবে আমেরিকার বিখ্যাত নাট্যগোষ্ঠী ইসিটিএ। এছাড়াও থাকবে পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যের নাট্যদলগুলো। ৪ ডিসেম্বর উদ্বোধনী দিন কলকাতার সল্টলেকের অনীক নাট্যমঞ্চে ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’ পরিবেশন করবে দেবাশিস ঘোষ পরিচালিত ‘বীরাঙ্গনার বয়ান’।

১৪ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদনে ‘জীবন সংকেত’ নাট্যগোষ্ঠী পরিবেশন করবে সুদীপ চক্রবর্তী পরিচালিত ‘জ্যোতি সংহিতা’। ২৯ ডিসেম্বর কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে ‘সময় নাট্যসংস্থা’ পরিবেশন করবে আক্তারুজ্জামান পরিচালিত নাটক ‘রাজা যযতি’।

উৎসবে নাটক পরিবেশন করবেন বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, কৌশিক সেন, শোহিনী সেনগুপ্ত, কল্যাণ সেন বরাট, সুজন মুখোপাধ্যায়, চন্দন সেন, দেবেশ চট্টোপাধ্যায়সহ বিখ্যাত নাট্যব্যক্তিত্বরা। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬

ভিএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।