ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবসে ভারতে নিরাপত্তা জোরদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
স্বাধীনতা দিবসে ভারতে নিরাপত্তা জোরদার

কলকাতা: ভারতের ৬৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে জঙ্গি হামলা ও নাশকতার আশঙ্কায় সোমবার রাজধানী দিল্লিসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে এমন খবর পাওয়ায়  নিরাপত্তা এজেন্সিগুলো তৎপরতা বাড়িয়ে দিয়েছে।



দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও বেঙ্গালুরু সন্ত্রাসবাদী হামলার বিশেষ লক্ষ্য। তাই এই শহরগুলো ছাড়াও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আলাদাভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গত কয়েকদিনে প্রবল বৃষ্টির কারণে কিছুটা হলেও নিরাপত্তা জোরদার করার কাজ ব্যাহত হয়েছে।

তবে এরই মধ্যে সীমান্ত এলাকাসহ কলকাতা ও অন্যান্য জেলা শহরগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুণ। বাংলাদেশ সীমান্তে বিএসএফ বিশেষ নজরদারী শুরু করেছে। সন্দেহজনক যানবাহন ও লোকজন দেখলে তল্লাশি করা হচ্ছে।

আসাম, নেপাল ও বাংলাদেশ সীমান্তবর্তী এলকা দিয়ে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে তার দিকে নজর রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।