ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদির বাড়ির সামনে ‘ধরনা’ দেবেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মোদির বাড়ির সামনে ‘ধরনা’ দেবেন মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির সামনে প্রয়োজনে ধরনা (অবস্থান) দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের বিরুদ্ধে কলকাতায় আয়োজিত এক...

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির সামনে প্রয়োজনে ধরনা (অবস্থান) দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

নোট বাতিলের বিরুদ্ধে কলকাতায় আয়োজিত এক প্রতিবাদ মিছিলের শেষে বক্তব্যের সময় এমন কথাই জানালেন তিনি।

মমতা বলেন, এর আগে আমি দিল্লির যন্তরমন্তরে ধরনা দিয়েছি। দরকার হলে এবার প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসবো।

সোমবার (২৮ নভেম্বর) নোট বাতিল ইস্যুতে কলকাতায় এ প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এতে অংশ নিয়ে মমতা হেঁটেই ক্ষান্ত হননি, মাইক হাতে স্লোগানও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরে তিনি নোট বাতিলের পদক্ষেপ বাতিল করার দাবি জানান। নোট বাতিল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মমতা বলেন, আমি এ ঘটনার শেষ দেখে ছাড়বো। এ সিদ্ধান্তের ফলে দেশের মানুষের এবং দেশের অর্থনীতির চূড়ান্ত ক্ষতি হবে।

এদিকে একই ইস্যুতে সোমবার পথে নেমেছে জাতীয় কংগ্রেস। ভারতবর্ষে হরতাল ডেকেছে বামেরাও। যদিও হরতাল নিয়ে মমতা বামেদের কটাক্ষ করতে ছাড়েননি।

অন্যদিকে ভারতের লোকসভা ও রাজ্যসভাতেও সোমবার নোট বাতিল ইস্যু নিয়ে বিতর্কের ঝড় ওঠেছে বলে খবর রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।