কলকাতা: বাংলাদেশ বিশিষ্ট কবি আসাদ চৌধুরীকে রোববার সন্ধ্যায় কলকাতার চোখ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে বঙ্গবন্ধু সম্মাননা ১৪১৮ প্রদান করা হয়েছে।
বাংলা একাদেমি সভাগৃহে এদিন বিশেষ বঙ্গবন্ধু সম্মাননা পান বিশিষ্ট সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা ও অন্নদাশঙ্কর সম্মাননা পান ছড়াকার অভীক বসু।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের কলকাতাস্থ উপহাইকমিশনার মুহম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য ও কবি প্রাবন্ধিক শেখ হাফিজুর রহমান ও সাহিত্যিক জীয়াদ আলি এই সম্মাননাগুলি প্রদান করেন।
এদিন কবি অন্নদাশঙ্কর রায়কে নিয়ে দুই ইবাংলার ১৮৪ জন কবির লেখা নিয়ে কবি মানিক দে সম্পাদিত ‘ছড়ার যাদুকর’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ভারতীয় সময়: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১