ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদী সন্দেহে জঙ্গলমহলে ১২ শিক্ষার্থী গ্রেপ্তার

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহল থেকে মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে বৃহস্পতিবার ১২ জন ছাত্র-ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম থানা পুলিশ ঝাড়গ্রাম শহরের কাছে সেবায়তনের উড়ানশোল গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।



গ্রেপ্তার হওয়া ছাত্রছাত্রীদের তরফে জানানো হয়েছে, অল বেঙ্গল স্টুডেন্টস ইউনিয়নের সম্মেলনের প্রচারকাজে তারা ঝাড়গ্রামে গিয়েছিল।

গ্রেপ্তার হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে কয়েকজন কলকাতার বাসিন্দা।

এদের মধ্যে ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন ও ঝাড়খণ্ড ছাত্র সমাজের ছাত্ররাও ছিলেন।

গ্রেপ্তার হওয়া ছাত্রদের মধ্যে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্রী জুবি সাহা, দহিজুড়ি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মিঠুন মাহাতো, ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের কমলেশ মাহাতো, ঝাড়খণ্ড ছাত্র সমাজের ভবেশ মাহাতোসহ রয়েছে আরও ৭ জন।

এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের যেখান থেকে গ্রেপ্তার করা হয় সেখানে মাওবাদী একটি স্কোয়াডের ঘোরাফেরার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।