কলকাতা: জোট সঙ্গি তৃণমূলের মতামত না নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার যেভাবে একের পর এক তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই মূল্যবৃদ্ধির রাস্তায় হাঁটছে, তাতে তীব্র প্রতিবাদ জানাচ্ছে দল।
তাই মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের সব সাংসদরা এ মুহূর্তে জোট ছাড়ার পক্ষে সায় দিলেও আর কিছুটা সময় দিতে চান তিনি।
এদিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তাই এখনই চরম সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলের প্রতিনিধি দল তার সাথে দেখা করে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। ’
জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত এগারো মাসে তেলের দাম বেড়েছে তেরো বার। রান্নার গ্যাস, কয়লা সহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। সরকার ব্যর্থ হচ্ছে মূল্যবৃদ্ধির রাশ টানতে। প্রতি ক্ষেত্রেই তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই মূল্যবৃদ্ধির পথে হাঁটছে কেন্দ্র। এতে সাধারণ মানুষ বিপদে পড়ছেন। ’
এদিন মমতা ক্যানার্জি কেন্দ্রের কাছে আবেদন করে বলেন, ‘দয়া করে মূল্যবৃদ্ধির পথে হাঁটবেন না। সাধারণ মানুষের কথা ভাবুন। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১১