কলকাতা: পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পে বিনিয়োগে ভারত সরকার সর্বতভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজমন্ত্রী আনন্দ শর্মা ।
শুক্রবার মহাকরণে তিনি এ কথা জানান।
এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আনন্দ শর্মা বলেন, ‘রাজ্যে বিনিয়োগে শিল্পমহল যথেষ্ট উৎসাহী। ’
রাজ্যের শিল্প স্থাপনে মমতা ব্যানার্জি’র ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, ‘বিনিয়োগে রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র। তাঁতশিল্প, পাটশিল্প ও কৃষি ভিত্তিক শিল্পে এই রাজ্যে কেন্দ্র বিনিয়োগ করবে। আর এর জন্য ২০১৩ সালে রাজ্যে গ্লোবাল ইন্ডাস্ট্রি সামিটের আসর বসবে। এছাড়াও আসিয়ান-ইন্ডিয়া সামিট বসবে কলকাতায়। ’
এদিন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি ও অর্থমন্ত্রী অমিত মুখার্জি। রাজ্যের শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, পূর্ণেন্দু চ্যাটার্জি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা নভেম্বর ০৪, ২০১১