কলকাতা: ভারতে পেট্রলের দাম বাড়ানো নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার রাতে কলকাতার রাজভবনে রাজ্যপাল এমকে নারায়ণের সঙ্গে দেখা করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।
দীর্ঘ ৪০ মিনিট ধরে তারা বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ।
তৃণমূল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে তার অসন্তোষের কথাই রাজ্যপালকে জানিয়েছেন। এর কারণ, ইদানিং রাজ্য সাথে কেন্দ্রীয় সরকারের মধ্যে মধ্যস্থতার জন্য এমকে নারায়ণ অগ্রণী ভূমিকা রাখছেন।
রাজভবন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক হওয়ার সম্ভবনা আছে। এই বৈঠকে রাজ্যপাল এম কে নারায়ণ থাকবেন।
এদিকে নয়াদিল্লি সূত্রে জানা গেছে, কংগ্রেস সভাপতি সোনিায়া গান্ধীর নির্দেশে শুক্রবার রাতেই বিশেষ বিমানে কলকাতায় চলে এসেছেন প্রণব মুখার্জি। তিনি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫. ২০১১