ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে আলটিমেটাম দিয়ে চিঠি ছিটমহল সমন্বয় কমিটির

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
মমতাকে আলটিমেটাম দিয়ে চিঠি ছিটমহল সমন্বয় কমিটির

কলকাতা: ছিটমহল বিনিময় নিয়ে টালবাহানার প্রতিবাদ জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছে ভারত-বাংলাদেশে ছিটমহল বিনিময় সমম্বয় কমিটি।

বুধবার কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বাংলানিউজকে বলেন, আমরা কোচবিহারে জেলাশাসকের মারফৎ এ চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি।

সাবেক বামফ্রন্ট সরকারের আমল থেকে এ ইস্যু নিয়ে টালবাহানা চলছে। আমরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় দেখা করার জন্য আমরা মে মাস থেকে ৪টি চিঠি পাঠিয়েছি। এটি শেষ চিঠি।

তিনি বলেন, আশা করছি এবার তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা করবেন আমাদের সঙ্গে। যদিও ৫ ডিসেম্বর এ চিঠি তিনি পেয়েছেন বলে আমরা জানি। কিন্তু এখনও তার সঙ্গে দেখা করার সম্মতি আমরা পাইনি।

তিনি আরও বলেন, যদি তিনি আগামী ১২ ডিসেম্বরের মধ্যে দেখা না করেন, তাহলে আমরা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব।

ছিটমহল বিনিময় সমম্বয় কমিটির একটি সূত্র জানিয়েছে, এবার তারা আমরণ অনশনের দিকে যাচ্ছেন। তিনবিঘা করিডোরের দিকে যাওয়া সড়কের ওপর ধবলসাতি মৃগীপুর ছিট, মশালডাঙ্গা ছিট ও পুঁটিমারি ছিটে এই কর্মসুচি নেওয়া হবে। এর ফলে তিনাবিঘা করিডোর, মশালডাঙ্গা সংলগ্ন ৬টি বিএসএফ বিওপি, ফুলবাড়ি থেকে পঞ্চগড় শহর যাওয়ার ১১০ মিটার বিশ্বরোড বিচ্ছিন্ন হয়ে পড়বে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।