ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘এবার আত্মত্যাগের লক্ষ্যে আন্দোলন’

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১
‘এবার আত্মত্যাগের লক্ষ্যে আন্দোলন’

মুম্বাই: ভারতে শক্তিশালী লোকপাল বিলের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে তিন দিনের অনশন শুরু করেছেন প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে।

এদিন মুম্বাইয়ের এমএমআরডিএ ময়দানে সমর্থকদের উদ্দেশ্যে আন্না বলেন, ‘দেশের জন্য ভারতবাসীকে আত্মত্যাগ করতে হবে।

ভারতের স্বাধীনতার জন্য কয়েক লক্ষ তরুণ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের সেই আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদের পূণরায় জীবন উৎসর্গ করত হবে। ’

তিনি বলেন, ‘আমি শুধু ভাষণ দেওয়ার জন্য এই কথা বলছি না। আমার জীবনের লক্ষ্যই ছিলো তাই। আমি ২৬ বছর বয়সে ঠিক করেছি, দেশের জন্য জীবন আত্মত্যাগ করবো। বিয়ে করবো না। সেই লক্ষ্যে আমি আজও অবিচল। দেশের জন্য ভাবতে গিয়ে আমি নিজের ভাইয়ের ছেলেমেয়েদের নাম পর্যন্ত ঠিক মতো জানি না। আমি দেশের জন্য মরতে প্রস্তুত। ’

তিনি আরো বলেন, ‘দেশের জন্য হৃদয় দিয়েছি। প্রয়োজনে জান পর্যন্ত দেবো। আমার শরীর খুব বেশি একটা ভালো নয়। দু’দিন আগেই জ্বর থেকে উঠেছি। তবুও দেশের জন্য অনশনে বসেছি। আমি মরতে ভয় পাই না। আমি আশা করি, আমার ডাকে সাড়া দিয়ে দেশের যুবক সম্প্রদায় জেল ভরো কর্মসূচিতে অংশ নেবে। ’

এই আন্দোলনে কোনো মতেই দুর্নীতি যাতে ষ্পর্শ না করে সে দিকেও কড়া নজর রাখতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের জন্য পয়সার প্রয়োজন। আমাকে এক কোটি টাকা দিতে চেয়েছিলো। কিন্তু টাকাটা সঠিক পথে ছিলো না। তাই ওই টাকা আমি গ্রহণ করিনি। ’

তবে সৎ পথের টাকায় এই আন্দোলন এগিয়ে যাবে বলে আন্না জানান।

উল্লেখ্য, ভারতের সংসদে লোকপাল বিল পেশ হবার দিন মঙ্গলবার সকাল সকাল ১১টা থেকে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের এমএমআরডিএ ময়দানে আরও কঠোর লোকপাল বিলের দাবিতে ৩ দিনের জন্য অনশন কর্মসূচি শুরু করেন আন্না হাজারে ও তার অনুগামীরা। অনশনে বসার আগে সকাল সাড়ে ৯টায় জুহুর গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এই অনশন কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অনশন কর্মসূচির মাঠে প্রায় ২ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা এলাকা মেট্রোপলিটন মুম্বাইয়ে পৌঁছান আন্না হাজারে। এদিন নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধি থেকে সড়কপথে মুম্বাইয়ে পৌঁছান। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কিরণ বেদীসহ আন্না শিবিরে বহু সদস্য। এছাড়াও কয়েক হাজার সমর্থক এদিন আন্নাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভিড় জমান।

আন্না বর্তমানে ভাইরাল ফিভারে ভুগছেন বলে জানা গেছে। তার গায়ে ১০১ ডিগ্রি জ্বর রয়েছে। তবে চিকিৎসকদের বক্তব্য, এখন তিনি অনেকটাই সুস্থ।

আন্নার অনশন কর্মসূচি শুরুর দিনই লোকসভায় লোকপাল বিল নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। বিজেপিসহ কয়েকটি বিরোধী দল বিলের কয়েকটি দিক নিয়ে সমালোচনা করায় বিল নিয়ে কঠোর মনোভাব নিয়েছে কংগ্রেস।

আন্নার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে।

৩ দিনের অনশন শেষে আগামী ৩০ ডিসেম্বর আন্না শিবির সোনিয়া গান্ধীর বাড়ির সামনে ধরনায় বসবে বলে ঠিক হয়েছে। আর ১ জানুয়ারি থেকে আন্না অনুগামীরা এই ইস্যুতে জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছেন।

মহারাষ্ট্র সরকার আন্নার অনশন মঞ্চ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ। এর মধ্যে পদমর্যাদায় ২০০ সাব-ইন্সপেক্টর রয়েছেন। এছাড়াও রাজ্য পুলিশের ৬ ব্যাটেলিয়ন রিজার্ভ ফোর্স, কুইক রেসপনসের ৩টি দল, ২ জনের বোমা স্কোয়াডের টিম।

পাশাপাশি ময়দানে ৬টি ইমার্জেন্সি গেট রাখা হয়েছে। এছাড়াও রয়েছে ১৬টি দমকল, ৬টি মেটাল ডিটেক্টর ইউনিট, অ্যাম্বুলেন্স এবং ১২ জন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।