কলকাতা: কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি এড়াতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে একটি জেলার অধীনে সব কলেজে এক দিনেই ভোট নেওয়া হবে।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রক তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
পাশাপাশি যে ২০০টি কলেজে নির্বাচন বাকি রয়েছে, তা আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় রাজ্য সরকার ক্রমশই অস্বস্তিতে পড়েছিল।
বেশির ভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদদের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। এই অস্বস্তি ঝেড়ে ফেলতেই রাজ্য সরকারের এই নয়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
তবে একই দিনে একটি জেলার সব কলেজে নির্বাচন আদৌ কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এর আগে এদিন কলেজ নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা দফতরের আধিকারিকদের বৈঠকে হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান, উচ্চ শিক্ষা উপেদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান, উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব ও বিশিষ্ট আধিকারিকরা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার থেকে ভারক সরকারের লিংডো কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ১০১২