কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া স্টেশনে দুটি লোকাল ট্রেনের মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টা নাগাদ।
রেল সুত্রে জানানো হয়েছে, এদিন ফুলিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা শিয়ালদহ থেকে শান্তিপুরগামী ট্রেনটিকে শন্তিপুর থেকে শিয়ালদহগামী ট্রেনটি মুখোমুখি ধাক্কা দেয়। এর ফলে দাড়িয়ে থাকা ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়।
রেল সুত্রে আরও জানানো হয়েছে, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গেটম্যান পূর্ণেন্দু মন্ডলের লাশ সনাক্ত করা গেলে অপর ২টি লাশ সনাক্ত করা যায়নি। আহতদের স্থানীয় শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে এই ঘটনার পর রেল দফতরের গাফিলতির অভিযোগে উত্তেজিত জনতা সিগনালের কেবিন ভাঙচুর করে। কেবিন ম্যানরা ভয়ে পালিয়ে যান। অভিযোগ সিগনাল কাজ না করার জন্যই একই লাইনে দুটি ট্রেন চলে আসে।
রেলের পক্ষ থেকে এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপির দেওয়ার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০১২