ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রেসিডেন্সি বিশ্ব. অধ্যাপকদের উৎসাহ ভাতা দেবে রাজ্য সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও  অধ্যাপকদের বিশেষ উৎসাহ ভাতার সুবিধা দেওয়া হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানা গেছে।



প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান হার্ভাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু মঙ্গলবার জানিয়েছেন, এপ্রিলের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার জানিয়েছেন, প্রেসিডেন্সিতে যেসব শিক্ষকদের নিয়োগ করা হবে, তারা তো বিশেষ উৎসাহ ভাতার সুবিধা পাবেনই, যারা বর্তমানে প্রেসিডেন্সিতে অধ্যাপনা করছেন, তারাও সেই সব সুবিধা পাবেন।

কিন্তু প্রেসিডেন্সির অধ্যাপকদের রাজ্য সরকারের দেওয়া এ বিশেষ সুবিধা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাদের ভাষ্য, প্রেসিডেন্সির অধ্যাপকদের এ ভাতা দেওয়া হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কেন বঞ্চিত করা হবে?

ভারতীয় সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।