ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার!

আগরতলা (ত্রিপুরা): বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে মুখ্যমন্ত্রী আগরতলায় তার সরকারি বাসভবনের সামনে হাঁটছিলেন।

এ সময় আচমকা দ্রুত গতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তার পাশের দেওয়ালে ধাক্কা দেয়। একটু এদিক-সেদিক হলেই মুখ্যমন্ত্রীকে আঘাত করত গাড়িটি। তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে ধরে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যান।  

ওই মাইক্রোবাসের চালককে আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে গেছে পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

আটক ব্যক্তির নাম শুভজিৎ ধর। তিনি পেশায় ডাক্তার। ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতলে অর্থোপেডিক ডিপার্টমেন্টে কর্মরত।  

প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ি চালানোর সময় শুভজিৎ মদ্যপ অবস্থায় ছিলেন। তার মাইক্রোবাসে মদের বোতল এবং তার একটি পরিচয়পত্র পাওয়া গেছে।  

আটক মাইক্রোবাসচালক শুভজিৎ ধর

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসসিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।