ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধিও বাড়বে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধিও বাড়বে: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭ দশমিক ৫ শতাংশ।

সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।

রোববার (০১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।  

এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে। তবে নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।