বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদসহ চারদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, মোহাম্মদ সাইফুল শেখ, মো. সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এস আলম গ্রুপ একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর থেকেই ব্যাংকটিকে ধ্বংস করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে কোন পরীক্ষা ও যাচাই-বাছাই ছাড়া অযোগ্য লোকদের নিয়োগ দেয়। ব্যাংক থেকে বিপুল অংকের টাকা বিদেশে পাচার করেন। অতিদ্রুত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
দাবিগুলো হলো, ২০১৭-২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল, মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষকোটি টাকা ফেরত আনারা ব্যবস্থা করা এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ দ্বারা এস আলমের দায়দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যেসব ব্যাংক কর্মকর্তা মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
এদিকে একই দাবিতে মোরেলগঞ্জ উপজেলা সদর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
এমআরএম