ঢাকা: খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের লক্ষ্যে স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। গরু মোটাতাজা করণে ফার্ম ও ব্যক্তি পর্যায়ে এ ঋণ দেওয়া হবে।
গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদহার হবে ৪ শতাংশ। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে এ ঋণের সুদ দেবে দশমিক ৫০ শতাশ বা ৫০ পয়সা।
মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ বাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের পাঠানো হয়েছে।
জানা গেছে, একেক জন গ্রাহক ২০টি গরু কিনতে ২৪ লাখ ৫৪ হাজার টাকা ঋণ পাবেন। ১৮ মাসে গ্রাহককে এই ঋণ পরিশোধ করতে হবে। তিন মাস পর থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। এ ঋণ ইতোমধ্যে বাণিজ্যিক বাংকগুলো বিতরণ শুরু করেছে।
গরুর মাংস ও দুধ উৎপাদনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পশু পালনে হয়েছে বিপুল সংখ্যক মানুষর কর্মসংস্থান। আরও মাংস ও দুধ উৎপাদন এবং কর্মসংস্থানের লক্ষ্যে এই তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, যা ফার্ম ও ছোট গ্রাহকরা পাবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
জেডএ/এমজেএফ