ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমই খাতের নারী ঋণ গ্রহীতারা ১ শতাংশ প্রণোদনা পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসএমই খাতের নারী ঋণ গ্রহীতারা ১ শতাংশ প্রণোদনা পাবেন ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ জুলাই ) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদ/মুনাফায় বিতরণকৃত ঋণ যথাসময়ে সমন্বয়/আদায়/পরিশোধে উৎসাহিত করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রণোদনার পরিমাণ হিসাবায়নে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১.  প্রণোদনার পরিমাণ হিসাবায়নের জন্য সব নিয়মিত ঋণ/বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারকাল বিবেচনা করতে হবে।

২.সিসি, ওডি ইত্যাদি ঋণ/বিনিয়োগ মেয়াদের মধ্যে পুনঃনবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে।

৩. বিরূপমানে শ্রেণিকৃত হলে ওই ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে না।

নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে এ প্রণোদনা দেওয়া সম্পর্কিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০২৩
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।