ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবির মেলায় মিলছে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের সব ধরনের মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আইসিসিবির মেলায় মিলছে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের সব ধরনের মেশিন আইসিসিবিতে চলছে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের মেলা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক প্রদর্শনী কেন্দ্র বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‍(আইসিসিবি) চলছে আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলা। মেলায় প্লাস্টিক পণ্য প্রস্তুত করার মেশিন ও প্যাকেজিংয়ের মেশিন বাজারজাতকারী তিন শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ মেলা চারদিন চলবে। আজ মেলার দ্বিতীয় দিন।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীর পদচারণায় জমে উঠেছে আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলা।  

আইসিসিবিতে চলছে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের মেলা।  ছবি: জিএম মুজিবুর

মেলায় শিল্পে ব্যবহারযোগ্য প্যাকেজিং মেশিনগুলো আকর্ষণের প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এসব মেশিন ঘুরে ঘুরে দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা। বিক্রেতারাও তাদের মেশিনের আপডেট ভার্সনসহ গুণাগুণ উপস্থাপন করছেন। আধুনিক এসব মেশিন কীভাবে কাজ করে বা উৎপাদন করে; সেটাও দেখাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। কাঁচামাল থেকে পলিথিন তৈরি, এরপর পলিথিনের প্রাথমিক অবস্থা থেকে প্রয়োজন মতো কেটে আকার দেওয়ার স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি দেখানো হচ্ছে। এছাড়া রপ্তানিমুখী তৈরি পোশাক এবং ঔষধ প্যাকেজিং করার ধরন প্রদর্শন করা হচ্ছে মেলাতে।  

একটি বড় তৈরি পোশাক শিল্পগোষ্ঠীর একজন প্রোডাকশন ম্যানেজার আনিসুল ইসলাম। তিনি এসেছেন অটোপ্যাকেজিং মেশিন দেখতে। তার প্রতিষ্ঠানে ম্যানুয়াল প্যাকেজিং করা হয়। তারা এখন মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং করতে চান। এজন্য আনিসুল ইসলাম মেলায় ঘুরে ঘুরে দেখছেন ও মেশিনটির বিস্তারিত জানার চেষ্টা করছেন।  

এদিকে মেলায় কাঁচামাল থেকে পণ্য তৈরির প্রক্রিয়া দেখানো হচ্ছে। লিয়ান ইউ মেশিনারি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাইওয়ানের থেকে এসেছে। ইতোমধ্যে একটি মেশিনের কার্যাদেশ পেয়েছে তারা। লম্বা জায়গাজুড়ে স্থাপন হয়েছে মেশিনটি। অনেকেই মেশিনটির উৎপাদন প্রক্রিয়া ঘুরে ঘুরে দেখছেন; আগ্রহ দেখাচ্ছেন কেনার।

প্রতিষ্ঠানটির বাংলাদেশি ম্যানেজার সফিউল ইসলাম জানান, মেশিনটি কেনার ব্যাপারে মানুষ আগ্রহ দেখালেও গত এক বছরের বেশি সময় ধরে ডলার সমস্যার কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে। এজন্য অনেকে কেনার জন্য আগ্রহ দেখালেও কিনছে কম। তবে মেলায় বেশি আগ্রহ দেখাচ্ছে।  

অপর প্রতিষ্ঠান চীনের প্রতিষ্ঠান বোল এনজেকশন মোল্ডিং মেশিন দেখতেও মানুষ ভিড় জমাচ্ছে। প্রতিষ্ঠানটি কান্ট্রি ডিরেক্টর লিয়ন ঝু বাংলানিউজকে জানান, কিয়াম মেটাল ও শরীফ গ্রুপ মেশিন কেনার জন্য ইতোমধ্যে কথা সম্পন্ন করেছে। বেশ কিছু মেশিন নেবে প্রতিষ্ঠান দুটি। মেলায় একটি ইউনিট স্থাপন করেছে। মেশিনে পণ্যের উৎপাদন প্রক্রিয়াও দেখানো হচ্ছে।

 ছবি: জিএম মুজিবুর

আইসিসিবির মেলা ভারী মেশিন প্রদর্শনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। তিন শতাধিক স্টলের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশে বড় মেশিন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ উন্নত মেশিন ও প্রযুক্তির গন্তব্যে পরিণত হয়েছে; এটা তারই দৃষ্টান্ত। ভারত থেকে আসা অনীল বিক্রম এমনটাই জানালেন।

মেলায় তরুণদের লক্ষণীয় উপস্থিতি দেখা গেছে। তরুণরা মেলার তথ্য সেন্টারে স্থাপিত কিউআর কোর্ড স্ক্যান করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। সেখান থেকে তারা স্থির করছেন মেলার কোন মেশিনটি সবার আগে দেখবেন; কোন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেবেন তারা।

চারদিনব্যাপী এ মেলা ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। মেলার প্রথম তিনদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং ১৪ ফেব্রুয়ারি ১১টা থেকে সাড়ে ৬টা ছয়টা চলবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ