ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পোশাকশিল্পে নেতৃত্ব তৈরিতে এমবিএ কোর্স চালু করছে বুটেক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, সেপ্টেম্বর ১৯, ২০২৫
পোশাকশিল্পে নেতৃত্ব তৈরিতে এমবিএ কোর্স চালু করছে বুটেক্স হোটেল হলিডে ইনে আয়োজিত অনুষ্ঠান

ঢাকা: পোশাক শিল্প খাতে দক্ষ ও নেতৃত্বগুণ সম্পন্ন পেশাদার তৈরি করতে এমবিএ ইন টেক্সটাইল কোর্স চালু করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কারিকুলামের নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য ড. জুলহাস উদ্দিন বলেন, ‘এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পোশাক শিল্পের উচ্চপদস্থ কর্মকর্তা বা সিইও হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে। ’

তিনি আরও বলেন, বাংলাদেশে এ ধরনের বিশেষায়িত কোর্স আর কোথাও নেই এবং এটি ভবিষ্যৎ নেতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। সঞ্চালনা করেন বুটেক্সের প্রফেসর মো. মাসুম।

আরএইচ করপোরেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান বলেন, বুটেক্সের এই নতুন কারিকুলাম ব্যবসায়িক জীবনের জটিল সমস্যাগুলো সমাধানের উপযোগী করে তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কারিকুলামের মাধ্যমে সত্যিকারের উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি হবে।

গ্রামীণ নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, দেশের পোশাক শিল্প খাত প্রযুক্তিগত দিক থেকে এখনও দুর্বল। এই শিল্পের উন্নতির জন্য ব্যবস্থাপনা ও প্রযুক্তির মধ্যে শক্তিশালী সমন্বয় থাকা জরুরি।

তিনি আরও বলেন, চীন প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার কারণেই বিশ্বজুড়ে পোশাক শিল্পে নেতৃত্ব দিচ্ছে।

সেন্টসবেরিজের আঞ্চলিক ব্যবস্থাপক নাসিমুল গনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা প্রায়ই মার্চেন্ডাইজিংয়ে আগ্রহী হয়, কিন্তু কারিগরি বা টেকনিক্যাল বিভাগে তেমন যায় না। ফলে অনেক ক্ষেত্রেই বিদেশি কর্মীরা শূন্যস্থান পূরণ করে।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের কারিগরি জ্ঞান ভালো হলেও দুর্বল যোগাযোগ দক্ষতার কারণে আমরা পিছিয়ে পড়ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিয়েল্লাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড হাসনাত, মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুব মিলটন এবং ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।

নতুন এমবিএ কোর্সটি বাংলাদেশের পোশাক শিল্পে দক্ষ জনবল ও শক্তিশালী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ইএসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।